শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম
শেরপুরের ঝিনাইগাতীতে নিজের বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মজনু মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
স্থানীয়রা জানান, মজনু মিয়া পেশায় একজন মৎস্যজীবী। চার ভাইবোনের মধ্যে তিনি একাই বাড়িতে থাকতেন। তার বাবা জিয়ারুল হক, মা এবং বড় ভাই কর্মসূত্রে ঢাকার আশুলিয়া থাকেন। একই বাড়িতে তার নানা মোফাজ্জল ও দুই মামা বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বাজার থেকে ফিরে খাওয়াদাওয়ার পর রাত ১০টার দিকে নিজের ঘরে ঘুমাতে যান মজনু। পরিবারের সদস্যরা তার খোঁজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ায় ঝুলন্ত লাশ দেখতে পান। শনিবার ওই গ্রামের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার কথা। স্মার্টকার্ড সংগ্রহের জন্য শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে আসেন পরিবারের সদস্যরা।