× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ চারজন আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৯ পিএম

১০০ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ চারজন আটক

পাতা-৬

ওকে/কবির

কিশোরগঞ্জের ভৈরবে বালুবোঝাই বাল্কহেড নৌকা থেকে ১০০ বস্তা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চাদরসহ বিভিন্ন বস্ত্রপণ্য আটক করেছে নৌ-থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে কালিপুর পাওয়ার প্ল্যান্ট এলাকা মেঘনা নদী থেকে বাল্কহেডটি আটক করা হয়। এ সময় বাল্কহেড সুকানিসহ চারজনকে আটক করা হয়েছে। 

ভৈরব নৌ-পুলিশের ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃরা হলেনÑ বাল্কহেড সুকানি বরগুনা জেলার সদর থানার ডালভাঙ্গা গ্রামের রুবেল মিয়া ও সহযোগী একই উপজেলার চরগাছিয়া গ্রামের মিজানুর রহমান। আটক দুই চোরাকারবারি সুনামগঞ্জের বালিকান্দি গ্রামের কামাল মিয়া, একই জেলার মইনপুর গ্রামের জিহান মিয়া। 

বাল্কহেডের সুকানি রসিদ মিয়া জানান, দুই দিন আগে ৭ হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ থেকে ভারতীয় বস্ত্রের বস্তা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়া নামের এ ব্যক্তির নির্দেশেই মালামালগুলো ঢাকার মেঘনায় নিয়ে যাচ্ছিলেন।

চোরাকারবারি সদস্য জিহান মিয়া জানান, চার হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়ার কথায় বাল্কহেডের সঙ্গে করে ঢাকায় যাচ্ছিলেন তারা। ঢাকায় গেলে পণ্য বুঝে পাওয়া ব্যক্তিরা তাদের ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরার বাসে তুলে দেবেন।

ভৈরব নৌ-থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আনুমানিক ১০০ বস্তা ভারতীয় বস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বস্তার মধ্যে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চাদরসহ বিভিন্ন বস্ত্র রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা