× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গাদের নিয়ে ৭ দাবিতে স্থানীয়দের মানববন্ধন

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম

রোহিঙ্গাদের নিয়ে ৭ দাবিতে স্থানীয়দের মানববন্ধন

নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় না এনে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফেরত, অনুপ্রবেশ বন্ধ এবং ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ রোধ, দ্রুত প্রত্যাবাসনসহ সাত দফা দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে ‘অধিকার বাস্তবায়ন কমিটি-পালংখালী’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। আয়োজনকারী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় কয়েকশ মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

স্থানীয়দের দাবিগুলো হলোÑ আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠিন নিরাপত্তাবলয় জোরদার করা, অবৈধভাবে ২০২৪ সালে অনুপ্রবেশ করা লক্ষাধিক রোহিঙ্গাকে এফডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে (বায়োমেট্রিক) তাদের পুশব্যাকের জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানো, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য (ন্যূনতম ৫০%) নিশ্চিত করা, কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ ও ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বাসাভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ এবং ক্যাম্পের চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আরআরআরসি প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করতে হবে।

অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালীর সভাপতি প্রকৌশলী রবিউল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।

সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছে। চুরি-ডাকাতি, অপহরণ বাণিজ্য, খুন-খারাবিসহ নানা অপরাধের মাত্রা বেড়েই চলছে। প্রায় ৮ বছর হতে চললেও একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত কয়েক মাসে আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ পরিস্থিতির কারণে আরও লাখের কাছাকাছি নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া ও টেকনাফসহ স্থানীয়দের জীবনযাত্রার পাশাপাশি নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।’

সীমান্তে বিজিবিসহ সংশ্লিষ্টদের কঠোর নজরদারি অব্যাহত না থাকলে সাধারণ রোহিঙ্গাসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় এ রাজনৈতিক নেতা।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, নতুন করে অনুপ্রবেশ বন্ধ এবং ক্যাম্পে কর্মরত দেশি-বিদেশি সংস্থাগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকারসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয়রা নানাভাবে দুর্ভোগ ও বৈষম্যের শিকার। তাই দেশি-বিদেশি সংস্থাগুলোতে স্থানীয়দের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এজন্য জেলা প্রশাসন ও আরআরআরসি কার্যালয়সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করে তা বাস্তবায়ন করতে হবে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে প্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘আগামী এক মাসের মধ্যে স্থানীয়দের উত্থাপিত ৭ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আর দাবি বাস্তবায়ন না হলে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেনÑ কক্সবাজার জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম, শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহান, শিক্ষক মোক্তার আহমদ, স্থানীয় জামায়াতে ইসলামী নেতা আব্দুর জব্বারসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা