× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীতাকুণ্ডে বাড়ির সামনে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:১২ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

নিহত মীর আরমান হোসেন।

নিহত মীর আরমান হোসেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির এক নেতাকে বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ওই নেতার নাম মীর আরমান হোসেন (৪৮)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলো বলছে, আধিপত্য বিস্তারের জেরে হত্যার এ ঘটনা ঘটতে পারে। দলটির নেতারা বলছেন, কেন এই হত্যাকাণ্ড হয়েছে এ বিষয়ে এখনও কিছু জানেন না তারা।

নিহত মীর আরমান হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৪ নম্বর সমাজের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। ঘটনার খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত ৯টার দিকে নিহত বিএনপি নেতার লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন আরমান হোসেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও বলতে থাকেন। পরে স্থানীয়রা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি সন্ধ্যায় মীর আরমান তার বাড়ি থেকে রাস্তা ধরে যাচ্ছিলেন। হঠাৎ তার মোবাইল ফোন বেজে ওঠে। এ সময় তিনি বাড়ির সামনে কালভার্টের কাছেই ছিলেন। ফোনে কথা বলার জন্য দাঁড়ালেই তাকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। 

ওসি মজিবুরের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মহিউদ্দিন বলেন, বাড়ি থেকে বের হওয়ার পর কে বা কারা তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করেছে। কারা করেছে এটি এখনও বলতে পারছি না। প্রশাসন বিষয়টি তদন্ত করছে। আমরা দলীয়ভাবে একটি তদন্ত কমিটি করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা