× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনন্দ-উল্লাসে কাটল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সময়

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম

আনন্দ-উল্লাসে কাটল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সময়

দিনব্যাপী নানা ধরনের খেলাধুলার মাধ্যমে আনন্দ-উল্লাসে সময় পার করল মানিকগঞ্জের ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত শহীদ রবিউল করিমের প্রতিষ্ঠিত ব্লুমস বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। 

এরপর চেয়ার খেলা, বিস্কিট খেলাসহ নানা ধরনের খেলায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্রসহ নতুন জামা বিতরণ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এভাবে আনন্দ উদযাপন করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। 

বিদ্যালয়ের সভাপতি জিআর শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান, সাংবাদিক নুর সিদ্দিকী, বিএনপি নেতা শরীফুল ইসলাম নিরু, বিদ্যালয়ের সদস্য সচিব শামসুজ্জামান সামস, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্লুমসের কার্যনির্বাহী পরিষদের সদস্য শহিদুল্লাহ স্বপন, আমিনুর রহমান, পরিচালক (হিসাব বিভাগ) গোলাম সারোয়ার, সদস্য আনোয়ার হোসেন হাজারি, লায়ন সানোয়ার দেওয়ান, দাউদ আলী, খগেন মণ্ডল প্রমুখ।

২০১২ সালে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় পুলিশ কর্মকর্তা শহীদ রবিউল করিম এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়ে অর্ধশতাধিক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা