কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫২ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানকে আহ্বায়ক করা হয়েছে। আর সাবেক সদস্যসচিব আনোয়ার হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
অপরদিকে পৌর বিএনপির সাবেক সভাপতি সোয়েব আহমেদকে পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে। সাবেক সদস্যসচিব ছরোয়ার শোকরানা নান্নাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রত্যুষ ধরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যেই উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি দুরুদ আহমেদ।