× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুয়ায় ইউএনওর গণশুনানিতে ভোগান্তি কমছে

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম

কচুয়ায় ইউএনওর গণশুনানিতে ভোগান্তি কমছে

চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে প্রতি সপ্তাহে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গণশুনানির কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী পরিচালিত গণশুনানিতে মিটছে পুরোনো সমস্যা, জনপ্রিয় হয়ে উঠেছে প্রশাসনিক কার্যক্রম। যার ফলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ মানুষ তাদের বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক কিংবা সামাজিক সমস্যাদি নিয়ে লিখিত বা সরাসরি মৌখিকভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছে। গণশুনানিতে ভুক্তভোগীদের কথা শোনেন ইউএনও। গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে নিজ দপ্তরে বসে গণশুনানির কার্যক্রম পরিচালিত করেন তিনি।

গণশুনানিতে ভূমি, পারিবারিক, বাল্যবিবাহ ও বহুবিবাহ, সেচ প্রকল্প, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, কৃষি, কমিউনিটি চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবিসংক্রান্ত বিষয় তুলে ধরা হয়।

উপজেলা অফিস সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই গণশুনানি পরিচালনা করে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার শত শত মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আপত্তি গণশুনানিতে শুনে তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করেন তিনি।

গত বুধবার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের আলীয়ারা গ্রামের বৃদ্ধ মহরম আলী মাস্টার সেচ প্রকল্পসংক্রান্ত সমস্যা শুনানিতে উপস্থাপন করেন। একই দিনে বিভিন্ন ইউনিয়নের কয়েকজন ব্যক্তির পারিবারিক ও ভূমিসংক্রান্ত বিষয় নিয়ে গণশুনানি করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘সেবাগ্রহীতাদের সদিচ্ছার কারণে সহজেই সমস্যাগুলো সমাধান হয়। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া ও নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে মূলত এই গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা