সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:২০ পিএম
সংগৃহীত
ফরিদপুরে হুসাইন (১৩) নামে এক কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদ্রাসার পাশ থেকে এ লাশ উদ্ধার হয়।
নিহত হুসাইন শহরের চর টেপাখোলা ব্যাপারিপাড়ার মৃত খোকা ব্যাপারির ছেলে। এক সপ্তাহ আগে মারা গেছেন খোকা ব্যাপারি। তার মায়ের নাম শেফালী বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সনাতন।
ঘটনাস্থল থেকে তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইমসিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুতই জড়িতরা গ্রেপ্তার হবে।
হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান (৩৫) বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বড় বোনদের বিয়ে হয়েছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ায় উপার্জন করতে হুসাইনকে একটি নতুন অটোরিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা। তিনি আরও জানান, অটোরিকশা নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বের হয়ে নিখোঁজ ছিল সে। রাতে না ফেরায় এলাকায় মাইকিংও হয়। এর পর শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে হুসাইনের লাশ পাওয়া গেছে বলে তারা জানতে পারেন।