উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম
গ্রেপ্তার শান্তনা আক্তার। প্রবা ফটো
বরিশালে মাদকদ্রব্য বিক্রির সময় ৯ হাজারের বেশি ইয়াবাসহ এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ওই নারীর নাম শান্তনা আক্তার (২৫)। তিনি বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল গোয়েন্দা শাখার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শান্তনা আক্তার নামে এক নারীর কাছ থেকে তল্লাশি করে প্লাস্টিকের খেলনা গাড়ির ভেতর থেকে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’