× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদীতে ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮ পিএম

সংগৃহীত

সংগৃহীত

বরিশালের গৌরনদীতে অবৈধভাবে নদীর মাটি কাটা, ইটের সাইজ সঠিক না থাকা ও ইট পোড়ানোতে কাঠ ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এমএসএস ইটভাটার মালিক আল-মামুন খানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরে এমএসএস ইটভাটায় মালিক আল-মামুন খান দীর্ঘদিন ধরে ইট পোড়ানো আইন লঙ্ঘন করছিল। গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আল-মামুন খান অবৈধভাবে আড়িয়াল খাঁ নদীর মাটি তুলে ইট তৈরি করছে। তিনি আরও বলেন, ইটের সাইজ সঠিক না থাকা ও ইট পোড়ানোতে কাঠ ব্যবহারসহ নানান অনিয়ম ধরা পড়ায় তাকে দুই লাখ টাকা জরিমান করা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের সমন্বয়ে তৈরি কাঁচা ইটে পানি ছিটিয়ে বিনষ্ট ও ইটভাটার কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা