গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮ পিএম
সংগৃহীত
বরিশালের গৌরনদীতে অবৈধভাবে নদীর মাটি কাটা, ইটের সাইজ সঠিক না থাকা ও ইট পোড়ানোতে কাঠ ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এমএসএস ইটভাটার মালিক আল-মামুন খানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরে এমএসএস ইটভাটায় মালিক আল-মামুন খান দীর্ঘদিন ধরে ইট পোড়ানো আইন লঙ্ঘন করছিল। গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আল-মামুন খান অবৈধভাবে আড়িয়াল খাঁ নদীর মাটি তুলে ইট তৈরি করছে। তিনি আরও বলেন, ইটের সাইজ সঠিক না থাকা ও ইট পোড়ানোতে কাঠ ব্যবহারসহ নানান অনিয়ম ধরা পড়ায় তাকে দুই লাখ টাকা জরিমান করা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের সমন্বয়ে তৈরি কাঁচা ইটে পানি ছিটিয়ে বিনষ্ট ও ইটভাটার কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।