জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ পিএম
সংগৃহীত
আত্মগোপনে থাকা জয়পুরহাটের ক্ষেতলাল আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে র্যাব-১-এর একটি দল রাজধানীর উত্তরা দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘আনোয়ারুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। র্যাব-১-এর একটি দল বৃহস্পতিবার রাতে তাকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমরা তাকে নিতে ঢাকায় এসেছি।’ তিনি জানান, নাদিমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) তাকে জয়পুরহাটে এনে আগামীকাল আদালতে পাঠানো হবে।
আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নুরুজ্জামান তোতার ছেলে। নাদিম আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।