সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:৪০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:৪৯ পিএম
শিক্ষকের বাড়ি তছনছ করল চোরেরা
ফরিদপুরের সালথায় এক শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের বাসিন্দা ও বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রাসেল মাহমুদের বাড়িতে এ চুরি হয়। এর আগে গত ১৪ ডিসেম্বর দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন তার ছোট ভাই পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
শিক্ষক আবু রাসেল মাহমুদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে আমার মা শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে।’ তিনি আরও জানান, তার মায়ের ও নিজের গচ্ছিত অর্ধলক্ষাধিক নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর। তিনি আরও বলেন, ‘গত ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। এ শোক না কাটতেই আমাদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটল।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।’