বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ২২:২৯ পিএম
নাসির উদ্দিন
বরগুনার পাথরঘাটা উপজেলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠায়বার্ষিকীর র্যালি থেকে বাড়ি ফেরার পথে নাসির উদ্দিন (৩২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার তিনজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
নাসির উদ্দিন বরগুনার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে এবং ওই ওয়ার্ডের যুবদল সদস্য ছিলেন। গোলাম রাব্বি নামের স্থানীয় এক তরুণের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির নেতারা বলছেন, গোলাম রাব্বি সম্প্রতি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মী।
হত্যাকাণ্ডের পর অভিযোগ ওঠা গোলাম রাব্বি (২০), তার সহযোগী হাসান গাজী (২৩) ও ইব্রাহিম হোসেনের (১৯) বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। তিনজনই উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়ায় যাওয়ার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নাসিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা রাব্বি, হাসান ও ইব্রাহিমের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি মোকাবিলায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাথরঘাটায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি ফারুক চৌধুরী বলেন, ‘আজ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন নাসির। সেখান থেকে বাড়ি ফেরের পথে আওয়ামী সন্ত্রাসীরা নাসিরের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে নাসিরকে হাসপাতালে নিয়ে আসি, হাসপাতাল কর্তৃপক্ষ নাসিরকে মৃত্যু ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা সন্ত্রাসী হত্যা,গুমসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। সেই নেশা এখনও কাটিয়ে উঠতে পারেনি। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই।
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের এক ত্যাগী কর্মীকে হারিয়েছি। দলের দুর্দিনে নাসির আমাদের সঙ্গেই ছিল। জেলা ছাত্রদল নাসির মৃত্যুতে শোকাহত।
জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আহসানের স্বপন বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনও এই বাংলার মাটিতে সন্ত্রাসী ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছি। তার দৃষ্টান্তমূলক উদাহরণ পাথরঘাটার দল কর্মী নাসির। নাসির হত্যার ছাত্রলীগ কর্মীদের শাস্তি দাবী করছি। এই হত্যার বিচার সুষ্ঠুভাবে করতে হবে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যাই। পাথরঘাটা থেকে বের হওয়ার প্রত্যেকটা পয়েন্টে আমরা চেক পয়েন্ট বসিয়েছি যাতে অপরাধীরা কিছুতেই পালিয়ে যেতে না পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।