× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ বছর পর পৌর বিএনপির সম্মেলন, সরব নেতাকর্মীরা

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ২২:২৯ পিএম

১৪ বছর পর পৌর বিএনপির সম্মেলন, সরব নেতাকর্মীরা

১৪ বছর পর সরব হয়ে উঠেছে পাবনার চাটমোহরের রাজনীতির মাঠ। পৌর বিএনপির সম্মেলন ঘিরে ইতোমধ্যে স্থানীয় বিএনপির প্রার্থীদের দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা কাউন্সিলরদের সঙ্গে কুশল বিনিময় করতে পার করছেন ব্যস্ত সময়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্মেলন ঘিরে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। কারা প্রার্থী হলেন, কে কেমন, কে জিতবেনÑ এমন বিষয় উঠে আসছে তাদের আলোচনায়। দুই প্যানেলে আসাদুজ্জামান আরশেদ সভাপতি, তাইজুল ইসলাম সাধারণ সম্পাদক ও আব্দুল মুতালিব প্রামাণিক সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী। আরেকটি প্যানেলে এএম জাকারিয়া সভাপতি, অ্যাডভোকেট সাইদুর রহমান সাধারণ সম্পাদক এবং শেখ জিয়ারুল হক সিন্টু সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। সভাপতি প্রার্থী আসাদুজ্জামান আরশেদ চাটমোহর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং এএম জাকারিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক। সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সাইদুল ইসলাম পৌর বিএনপির বর্তমান সদস্য সচিব ও তাইজুল ইসলাম পৌর ছাত্রদলের নির্বাচিত সাবেক সভাপতি। সাংগঠনিক সম্পাদক প্রার্থী শেখ জিয়ারুল হক সিন্টু পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আব্দুল মুতালিব প্রামাণিক পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘কেন্দ্রের একটা সিদ্ধান্ত আছে ৪ জানুয়ারি চাটমোহর পৌর বিএনপির সম্মেলন করার। কিন্তু আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ এখনও শেষ হয়নি। আর দুই দিনের মধ্যে প্রস্তুতি শেষ হবে। আশা করছি, আগামী ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে আমরা সম্মেলনটি শেষ করতে পারব।’

দলীয় সূত্রে জানা যায়, চাটমোহর পৌরসভার ৯টি ওয়ার্ড, প্রতি ওয়ার্ড কমিটির সদস্য ৭১ জন। শুধু ৬নং ওয়ার্ডের সদস্যসংখ্যা ৬ জন। মোট কাউন্সিলর ৫৭৪ জন। তবে ভিআইপি কাউন্সিলর ৬ থেকে ৮ জন হতে পারে। কাউন্সিলরদের সরাসরি ভোটে পৌর নেতা নির্বাচিত হবেন। সর্বশেষ ২০১০ সালে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এএম জাকারিয়া সভাপতি, আরোজ খান সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালে এএম জাকারিয়াকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সাইদুর রহমানকে সদস্য সচিব করে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা