× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় সংঘর্ষ-ভাঙচুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আহত ৩৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ২২:২০ পিএম

চার জেলায় সংঘর্ষ-ভাঙচুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আহত ৩৬

দেশের চার জেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে ধাক্কাধাক্কি, সংঘর্ষ, ভাঙচুরসহ একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা। পাবনা, বেড়া, ভান্ডারিয়া, বাউফল, বরিশাল প্রতিবেদকদের খবর-

পাবনা : পাবনায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে নেতাকর্মীরা। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।  ‍বুধবার দুপুরে পাবনা গোলাপুরস্থ পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘মারামারির সময় আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারিনি।’ 

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছে।’

এদিকে পাবনার বেড়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় দুই কিশোরের মধ্যে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পৌর যুবদলের আহ্বায়কসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত বনগ্রাম মহল্লার রাহাত সওদাগর এবং আবু হানিফকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্যসহ বেড়া, সাঁথিয়া ও আমিনপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। বুধবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বাজারের শহীদ মিনার সংলগ্ন সড়কে পৌঁছলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীরাজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ফরাজীসহ ছাত্রদলের একটি অংশ তাদেরকে বাধা দিলে এ সময় উভয় গ্রুপ পাইপ, লাঠি চাইনিজ কুড়াল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জেলা ছাত্রদলের সহসভাপতি মাহাতাব হোসেন সজীব, বাকী বেপারি, সুজন বেপারি, নবীন ফরাজী, লোকমান সরদার অপর অংশের মিজান হাওলাদার আহত হয়েছেন। আহত মিজান হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বরিশাল : বুধবার সকালে বরিশাল নগরীর সদর রোডে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গুরুতর কেউ আহত হয়নি। সিনিয়র-জুনিয়র ও র‍্যালিতে সামনে থাকাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের মধ্যে তর্কাতর্কি হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। 

বাউফল : পটুয়াখালীর বাউফলে তিন ভাগে বিভক্ত হয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও বিএনপির কেন্দ্রীয় সহ- দপ্তর সম্পাদক মুনির হোসেনের অনুসারী ছাত্রদলের নেতারা পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা