× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ২২:১৫ পিএম

সাত জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ

দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৮ জনেরও বেশি। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর…

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সকালে উপজেলার হাটাব এলাকায় কাঞ্চন-রূপসী সড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী হৃদয় খান, পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী 

ভুলতা পুলিশ ফাঁড়ির উপরিদর্শক জহির মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে হাটাব এলাকায় একটি মোটরসাইকেল ও ইটবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় খান নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু মুন্না ও শান্ত। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষের কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলের অদূরে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাম দাস ও ইবাদুল্লাহ নামের স্থানীয় দুজন নিহত হন। আহত হন তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক নামের আরও চারজন। এসব ঘটনায় প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়িসহ দুই চালককে আটক করেছে পুলিশ।

রাজশাহী : রাজশাহীর মোহনপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার সন্ধ্যায় উপজেলার মোহনপুর কালিতলা সংলগ্ন রাজশাহী-নওগাঁ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার কাওছার রহমান ও মো. কাওছার। অপর যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মান্দার শ্রী সন্টু।

জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। ট্রাকসহ চালককে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে।

নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে একটি মাইক্রো বাসকে ওভারটেক করতে গিয়ে বাস উল্টে এক যাত্রী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার দুপুরে উপজেলা খুন্তি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার খাঁপুর গ্রামের মোশারফ হোসেন ও এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি হাসমত আলী জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানায়, পত্নীতলার নজিপুর থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে আসছিল। এ সময় মহাদেবপুরের খুন্তি মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোকে ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কে উল্টে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মোশারফ হোসেন নিহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আরিফুল, আফতাব ও বাসের কয়েকজন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আফতাবের মৃত্যু হয়।

সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় দ্রুতগামী বাসের চাপায় এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ৩০ মাইল নগরঘাটা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমানুল্লাহ সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা। 

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহন একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই আমানুল্লাহ নিহত হন। 

স্থানীয়রা জানায়, ভ্যানচালক আমানুল্লাহ সাতক্ষীরার দিক থেকে কর্মস্থল অগ্রগতি রিসোর্টের দিকে আসছিলেন। এ সময় দ্রুতগামী ইমাদ পরিবহনের বাসের চাপায় নিহত হন। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে দ্রুত পালিয়ে যায়। বৃদ্ধ ভ্যানচালকের চারটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

জয়পুরহাট : জয়পুরহাটের সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার সকালে উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহনী দণ্ডপানী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সভাপতি ছিলেন।

জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবাড়িঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জে একটি লরিকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী সুমন বাহুবলের চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাহুবল থেকে মোটরসাইকেলযোগে সিলেট যাওয়ার পথে মুড়াউড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন নিহত হন। গুরুতর আহত কামরান আহমেদ ও সুমন আহমেদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদুল ইসলাম চরজগবন্ধু এলাকার বজলু মাঝির ছেলে। এ ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও পথচারী দুজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা