চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম
ফাইল ফটো
গত পাঁচ বছরের তুলনায় এবার চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ একক। যা এর আগে গত পাঁচ বছরে কখনই হ্যান্ডলিং হয়নি। পাঁচ বছরের মধ্যে ২০২১ সালে ৩২ লাখ ১৪ হাজার একক কন্টেইনার হ্যান্ডলিং হলেও বাকি চার বছরের কোনো বছর ৩২ লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়নি বন্দরে।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের আমদানি রপ্তানি বেড়ে যাওয়ার কারণে এবার কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। আমদানি-রপ্তানির এই ধারা অব্যাহত থাকলে চলতি বছর কন্টেইনার হ্যান্ডলিং আরও বেড়ে যাবে।
শুধু কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে তা নয়, আগের ৫ বছরের তুলনায় এবার চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিংও বেড়েছে। এবার চট্টগ্রাম বন্দরে ১২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়। যা আগের পাঁচ বছরের কোনো বছর এই পরিমাণ কার্গো হ্যান্ডলিং হয়নি। এদিকে কন্টেইনার এবাং কার্গো হ্যান্ডলিং বাড়লেও কমেছে জাহাজ হ্যান্ডলিং। আগের বছরের তুলনায় এবার জাহাজ হ্যান্ডলিং কমেছে ২৩৬টি।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং হয়েছে। ২০২৩ সালের তুলনায় এবার কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৩ দশমিক ১১ শতাংশ। যা নিকটবর্তী বছর গুলোতে কখনই হয়নি।’
কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং বাড়ায় ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে। ২০২৪ সালের চট্টগ্রাম বনদএরর রাজস্ব আয় হয় ৫ হাজার ৫৫ কোটি ৯৯ লাখ টাকা, যেখানে ২০২৩ সালে রাজস্ব আয় হয়েছে ৪ হাজার ১৬৫ কোটি ১৮ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ৩৯ বেশি।
বন্দর কর্তৃপক্ষে তথ্য অনুযায়ী, গত ৫ বছরের মধ্যে ২০১৯ সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৩০ লাখ ৮৮ হাজার একক। আগের বছরের তুলনায় কমে ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ একক। পরের বছর কন্টেইনার হ্যান্ডলিং বেড়ে যায়। ২০২১ সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ একক। এরপর আবারও কন্টেইনার হ্যান্ডলিং কমে যায়। আগের বছরের তুলনায় ৭২ হাজার একক কন্টেইনার কমে ২০২২ সালে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ একক। এরপর আরও কমে ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ একক।
অন্যদিকে ২০১৯ সালে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয় ১০ কোটি ৩০ লাখ ৭৭ হাজার ৭৩৬ মেট্রিক টন। এর পরের বছর ২০২০ সালে কার্গো হ্যান্ডলিং হয় ১০ কোটি ৩২ লাখ ৯ হাজার ৭২৪ মেট্রিক টন। ২০২১ সালে কার্গো হ্যান্ডলিং হয় ১১ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ১৫৮ মেট্রিক টন। ২০২২ সালে কার্গো হ্যান্ডলিং হয় ১১ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৬৮২ মেট্রিক টন। এরপর ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয় ১২ কোটি ২ লাখ ৩০ হাজার ২৯৩ মেট্রিক টন।
এদিকে এবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং বাড়লেও বিপরীতে কমেছে জাহাজ হ্যান্ডলিং। এবার (২০২৪ সালে) চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ৮৬৭টি। যেখানে আগের বছর ২০২৩ সালে বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছিল ৪ হাজার ১০৩টি। এই হিসেবে এবার আগের বছরের তুলনায় বন্দরে জাহাজ হ্যান্ডলিং কম হয়েছে ২৩৬টি। অন্যদিকে ২০২২ সালের তুলনায় এবার (২০২৪ সালে) জাহাজ হ্যান্ডলিং কম হয়েছে ৪৯৪টি। বন্দর কর্তৃপক্ষে তথ্য অনুযায়ী, ২০২২ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয় ৪ হাজার ৩৬১টি। ২০২১ সালে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ২০৯টি।