× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেড়ায় ছাত্রদলের শোভাযাত্রায় ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ, আহত ৩০

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৯:৫১ পিএম

বুধবার দুপুরে বেড়া বাজারে ছাত্রদলের শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল। প্রবা ফটো

বুধবার দুপুরে বেড়া বাজারে ছাত্রদলের শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল। প্রবা ফটো

পাবনার বেড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ধাক্কাধাক্কি থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরের ঘটনায় পৌর যুবদলের আহ্বায়কসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্যসহ বেড়া, সাঁথিয়া ও আমিনপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা ও থানা পুলিশ জানা গেছে, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেড়া পৌর ছাত্রদলের পুর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১২টার দিকে একটি শোভাযাত্রা বের হয়। মিছিলের অগ্রভাগটি বেড়া বাজার হয়ে কাদের ডাক্তারের মোড়ের দিকে যাচ্ছিল। এসময় মিছিলের শেষের অংশ ধানিয়া হাটা মসজিদের কাছে অবস্থান করা অবস্থায় নেতাকর্মীদের মধ্যে সামনে যাওয়া প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে মিছিলের পেছনে থাকা বনগ্রাম সওদাগর পাড়ার কর্মীদের সঙ্গে শেখপাড়া মহল্লার কর্মীদের হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষের রুপ নিলে শেখপাড়া মহল্লার সঙ্গে হাতিগাড়া মহল্লার কর্মী সমর্থক যোগ দেন এবং ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ থামাতে গিয়ে পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর মোল্লাসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত নেতকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দুইজন বনগ্রাম মহল্লার পবন সওদাগরের ছেলে রাহাত সওদাগর (১৭) এবং পিন্টু মিয়ার ছেলে  আবু হানিফকে চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য আহতরা হলেন সাকিল (২২), তুষার সওদাগর (২৫), রাসেল (২৫), শাহজাহান (৩৮), আয়মান (২৬), মনিরুল (২২), কাওসার (২৭), ইমরান (২৯), সোলাইমান শেখ (৪৫) ইয়াছিনসহ (২০) অন্তত ৩০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা পৌর এলাকার বনগ্রাম হাতিগাড়া ও শেখপাড়া মহল্লার বাসিন্দা।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ থামাতে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য ও বেড়া, সাঁথিয়া এবং আমিনপুর থানার পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, বেড়া, সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য উপস্থিত হয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা