গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৬:২৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৬:২৫ পিএম
প্রতীকী ছবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে নিখোঁজের দুইদিন পর জুনায়েদ (১১) হোসেন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ি আমবাগ পশ্চিম পাড়া এলাকায় নির্মানাধীন ভবনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জোনায়েদ টাঙ্গাইলের সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিম পাড়া মোয়াজ্জেম হোসেনের টিনসেডে ভাড়া থাকতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় বাসা থেকে বের হয় জোনায়েদ। এরপর আর বাসায় ফিরে আসেনি। পরে তার পরিবার নিকট আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করেন । এক পর্যায়ে আজ বুধবার দুপুরে আমবাগের আলমগীর হোসেনের নির্মাণাধীন ভবনের গলিতে লাশ পরে থাকতে দেখে এক রাজমিস্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জোনায়েদের বড় বোন জান্নাতি বলেন, সোমবার সন্ধ্যার সময় সে বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেনি। আজ খবর আসে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। সে পড়াশোনা করত না বাসায় থাকত।
তিনি আরও বলেন, আমরা তো কারও ক্ষতি করিনি। তাহলে কেন আমাদের এত বড় ক্ষতি হলো।
কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’