ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:৩৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
ফেনী জেলার আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের সাবেক আমির।
বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ।
তিনি জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতি পদে অধ্যাপক লিয়াকত আলী ভূইয়াকে মনোনীত করেছেন। বর্তমান কমিটির শুধুমাত্র সভাপতি পদে পরিবর্তন হয়েছে। ট্রাস্ট কর্তৃক পরিচালিত কমিটিগুলো আগের মত রয়েছে। শুধুমাত্র সভাপতির শূন্য পদে পরিবর্তন হয়েছে। এ পদ পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নাম প্রস্তাব করা হয়েছিল এবং সেটি তারা অনুমোদন করেছেন।
তিনি আরও জানান, এটি ১১ সদস্য বিশিষ্ট কমিটি। এখানে আগের সবাই দায়িত্ব পালন করবেন। শুধুমাত্র সভাপতি নতুন দায়িত্ব পালন করবেন।
এদিকে অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূইয়া সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।