× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১১:৪৬ এএম

রাজবাড়ী সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজবাড়ী সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে খাবারে অনিয়ম, ওষুধ প্রদান না করা, নোংরা পরিবেশ, সরকারি ওষুধ কর্মচারীদের নেওয়াসহ বিভিন্ন অনিয়মের তথ্য মিলেছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুদক ফরিদপুর সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সদর হাসপাতালের খাবার সরবরাহের রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেখতে পান মুরগির মাংসের পরিবর্তে ব্রয়লার মুরগি রান্নার আয়োজন চলছে। ৮১ জন রোগীর জন্য ১৫ কেজি মাংসের পরিবর্তে মাত্র ১০ কেজি দেন ঠিকাদার। চিকন চালের পরিবর্তে মোটা চাল, ডাল মাত্র দেড় কেজি। বিনামূল্যে গরিব-অসহায় রোগীদের ওষুধ দেওয়ার কথা থাকলেও শুধু গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেওয়া হচ্ছে। আবার হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ইচ্ছামতো ওষুধ নিয়ে চলে যাওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন দুদক কর্মকর্তারা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতাল থেকে তিন-চার দিন পর খাবার দেওয়া হয়। খাবার সবাই পান না। এক সপ্তাহ থাকলে দুই দিন খাবার পান। ওষুধ বেশিরভাগ বাইরে থেকে কিনতে হয়। বাথরুমে যাওয়া যায় না। হাসপাতালে নোংরা পরিবেশ। এখানে অসুস্থ থেকে সুস্থ হতে এসে মনে হয় আরও অসুস্থ হয়ে যেতে হয়। একটু ইনজুরি রোগী এলেই তাকে ফরিদপুরে পাঠানো হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মো. আব্দুল হান্নান বলেন, দুদকের কর্মকর্তারা কাউকে না জানিয়ে হঠাৎ করেই অভিযান পরিচালনা করেছেন। এতে আমি খুশি। রাজবাড়ীর সন্তান হিসেবে মানুষ সেবা পাক, বিষয়টি আমিও চাই। যেসব অনিয়ম পেয়েছেন, তার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

দুদক ফরিদপুর সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এ কারণে হঠাৎ করেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাবারে অনিয়ম, ‍ওষুধ প্রদানে অনিয়ম, হাসপাতালে নোংরা পরিবেশ, ঠিকমতো খাবার প্রদান না করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে মামলাসহ অধিকতর ব্যবস্থা গ্রহণের আবেদন করব। পরে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা