জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১১:৩৪ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১২:০২ পিএম
নিহত দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
জয়পুরহাট সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার চৌমুহনী দণ্ডপাণি গ্রামের মবেজ উদ্দিনের ছেলে, সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোটরসাইকেলে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। গুয়াবাড়িঘাট এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ওই বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্য মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।
জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।