নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১০:১৮ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১১:০৬ এএম
খ্রিস্টীয় নতুন বছরে দেশের শান্তি কামনায় নোয়াখালীর হাতিয়ায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) রাতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এর আয়োজন করা হয়।
জানা গেছে, নিঝুমদ্বীপ ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এর ৯০ শতাংশই জেলে পেশায় জীবিকা নির্বাহ করে। কিছুদিন ধরে মেঘনা নদীতে জেলেদের জালে মাছ মিলছে না। ফলে জেলেদের মনে হতাশা কাজ করছে। কিস্তিসহ বিভিন্ন ঋণের চিন্তায় পড়েছে তারা। সেজন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য, নদীতে মাছ বৃদ্ধির জন্য এবং দেশের শান্তি কামনায় দোয়া ও তবারকের আয়োজন করেন তারা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইমাম মো. মনিরুল ইসলাম। শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো. আরিফুল ইসলাম বলেন, ‘হাতিয়া নদীমাতৃক এলাকা। এখানে আবহমান বাংলার সৌন্দর্য আছে। ইংরেজি নতুন বছরের আগমনে জেলেরা খুশি। তারা নদীতে কম মাছ পায় সত্যি কিন্তু তাদের মনেও আনন্দ আছে। তাই ব্যতিক্রম মিলাদের আয়োজন করা হয়েছে। দেশে শান্তিতে থাকলে মাছের বাজার বাড়বে। এমন প্রত্যাশা সবার।’
নিঝুমদ্বীপ ইউনিয়নের মাছ ব্যবসায়ী মো. ইব্রাহিম পার্টি বলেন, ‘দেশের শান্তি হলে আমাদের শান্তি। তাই শান্তি কামনা ও মাছের বৃদ্ধির জন্য এমন দোয়ার আয়োজন করা হয়েছে। আগে এ সময়ে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে মাছ না পেয়ে অনেক জেলে পেশা পরিবর্তন করছেন। অনেক জেলে ঋণের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
এ সময় নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহেদ উদ্দিন, ইউনিয়ন যুবদল সভাপতি মো. আশ্রাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।