বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ২১:০০ পিএম
বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী খানের অনিয়ম-দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ স্থানীয়রা।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিলও করে।
এ সময় বক্তব্য দেন- সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম বাশার সিকদার, জাহাঙ্গীর তালুকদার, মিরাজ আকন, রাসেল হাওলাদার, শিক্ষার্থী আফরিন, ইউপি সদস্য ইউনুছ আলী খান প্রমুখ। বক্তারা প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে দ্রুতসময়ের মধ্যে বিদ্যালয় থেকে তার অপসারণের দাবি জানায়। তারা জিরাইল গ্রামের কাঞ্চন আলী খানের ছেলে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কাইয়ুম খানকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য করার তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।