× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়া পৌরশহরের আয়কর অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পলাশকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা পলাশকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের বাবা তৎকালীন শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা