শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম
বাসচাপায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। প্রবা ফটো
শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচযাত্রীসহ অটোচালক নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা এলাকায় জোরা পাম্পের কাছে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে অটোরিকশার চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম প্রতিদিনের বাংলাদেশেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলিই অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি বলেন, ঘাতক বাসকে আটক করেছি। যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।