বগুড়া অফিস
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭ পিএম
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক)। ফাইল ফটো
বগুড়ায় ট্রাকচাপায় রিকশা-ভ্যানে থাকা বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ফারুক ও তার শিশু কন্যা হুমায়ারা এবং রিকশা-ভ্যান চালক শাহিনুর রহমান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাহালুর দরগাহাট এলাকায় বগুড়া-নওগাঁ সড়ক দিয়ে একটি রিকশা-ভ্যান যাত্রীদের নিয়ে নিকটবর্তী স্থানে যাচ্ছিল। হঠাৎ করে ওই রিকশা-ভ্যানের একটি চাকা ভেঙ্গে যায়। ঠিক ওই সময় নওগাঁমুখী একটি ট্রাক ওই রিকশা-ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা-ভ্যানের চালকসহ যাত্রীরা মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ওই হাসপাতালে পৌঁছার আগে এবং চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজন নিহত হন।
ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, নিহত তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।