প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ০১:৫৫ এএম
ছবি: সংগৃহীত
নিজ, স্ত্রী, সন্তান ও বিশ্বস্ত ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ৫ জানুয়ারি সকাল ১০টায় তার স্থাবর সম্পদের ইনকাম ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ সব কাগজপত্র নিয়ে তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।প্রসঙ্গত,কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিগত কয়েক বছরে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধা মন্ত্রী ও গাজীপুর ১ আসনের সংসদ সদস্য আকম মোজাম্মেলের ঘনিষ্ঠজন ছিলেন। তার ছত্রছায়ায় বছরের পর বছর কালিয়াকৈর পৌরসভার মেয়র পদে বহাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক জমি প্লট ক্রয় করেছেন।
এছাড়াও গত পৌরসভার নির্বাচনে সাবেক আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়ে ফের পৌরসভার মেয়র নির্বাচিত হন। নাম প্রকাশ না করে একাধিক ব্যক্তি বলেন, কালিয়াকৈর পৌরসভার ভেতর সবচেয়ে বড় বড় জমি, প্লটের ব্যবসায় মুজিবুর রহমানের শেয়ার রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় মূল্যবান জমি ক্রয় করে বহুতল ভবণ নির্মানসহ অসংখ্য মার্কেট, দোকানপাট করেছেন তিনি। সম্প্রতি তার এমন অবৈধ সম্পদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠে এসেছে।
এ বিষয়ে মজিবুর রহমান বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যে কাউকে তলব করতে পারেন। এটা তাদের কাজ। আমি এখনও চিঠি পাইনি। অনেকেই আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। চিঠি পেলে আমি সেখানে হাজির হবো। যে কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সেটি প্রমাণ হয়েছে কি না সেটি দেখতে হবে। আমি রাজনীতি করি, সেহেতু আমি ভালো নাকি মন্দ সেটি আমার এলাকার জনগণ জানে।