নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে কবির হোসেন (৩৫) নামের এক যুবদল কর্মীকে গুলি ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির মৃর নুর নবীর ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. মাসুদ হোসেন বলেন, কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর সে এলাকার বাইরে ছিল। সে সুজায়েতপুর জামে মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে সিএনজি করে আসা একদল দুর্বৃত্তরা তাকে গুলি ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, আজ থেকে ৭/৮ বছর পূর্বে স্থানীয় কিছু সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কবিরের আপন ভাইকে হত্যা করে। ধারণা করা হয়, একই ঘটনার দ্বন্দ্বের জের ধরে করিবকে হত্যা করা হতে পারে।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, কবির যুবদলের সক্রিয় কর্মী ছিল। সে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল। আমরা তার হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাই। পাশাপাশি যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।