পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮ পিএম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্লাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।’
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যে উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে। শেখ হাসিনা মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা টার্মই বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত তিন থেকে চারটি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে এবং এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।’
তিনি বলেন, ‘গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছে। আর এতে বিগত ১৬ বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল, কিংবা আমাদের মতো কিছু নিরব দর্শক। যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। আমি মনে করি আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলোকে যদি ডেভলাপ করতে চাই, তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন।’
‘লিডারশিপ শুধু রাজনৈতিক লিডারশিপ হবে সেটা না, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্লাটফর্মটি একটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হবে কাজ করবে; যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে,’ বলেন সারজিস।