× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছর পর শপিংব্যাগে মিলল নৌকার সিল মারা ২০০ ব্যালট

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:২৯ পিএম

তিন বছর পর শপিংব্যাগে মিলল নৌকার সিল মারা ২০০ ব্যালট

স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনের তিন বছর পর নেত্রকোণার মদন উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা শপিংব্যাগে মিলল নৌকা প্রতীকে সিল মারা ২০০ ব্যালট পেপার।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মদন উপজেলায় ২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাফায়েত উল্লাহ রয়েল নির্বাচিত হন। নির্বাচনের দিন বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রয়েলের লোকজন নৌকা প্রতীকে জোরপূর্বক ভোট দেয়। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। ফল প্রকাশের তিন বছর পর চেয়ারম্যান পদের সাফায়েত উল্লাহ রয়েলের নৌকা প্রতীকের সিল মারা ২০০ ব্যালট ও ইউপি সদস্য পদে বাচ্চু মিয়ার ৬৫টি সিল মারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, গত নির্বাচনে এই কেন্দ্রে ভোটগ্রহণের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক নৌকায় ভোট দেয়। যার প্রমাণ আজ মিলেছে। ওই নির্বাচনে ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থী বাচ্চু মিয়া বলেন, তিন বছর আগেও বিদ্যালয়ের পেছন থেকে আমার ফুটবল প্রতীকের ব্যালট পেপার উদ্ধার করে অফিসে নিয়ে গেছি। কিন্তু কোনো কাজ হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তিন বছর পূর্বের ঘটনা আমার মনে নেই। আমার কেন্দ্রে এমন কোনো অভিযোগ ছিল না।

মদন উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, যথারীতি নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনের নিকট ব্যালট পেপার হিসাব করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমি শুনেছি একটি বিদ্যালয়ের পেছন থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। তা পুলিশের কাছেই আছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাহিদ হাসান জানান, আমরা ঘটনাস্থল থেকে সিল মারা ব্যালট উদ্ধার করে নির্বাচন অফিসে প্রেরণ করেছি।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদার জানান, ব্যালট পেপার উদ্ধার করে নির্বাচন অফিসে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা