ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:২৩ পিএম
ভোলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ১২ মামলার আসামি মো. ফজলুকে গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত ফজলু ওরফে ফজলু ডাকাত ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাফেজ মাঝির ছেলে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮-এর সদস্যরা।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেনÑ র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি।
ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাকিম বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে ফজলু ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজলু ডাকাতের বিরুদ্ধে ভোলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ফজলু ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।