× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছর কারাগারে ছিল বাংলাদেশের মানুষ : ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:২১ পিএম

১৬ বছর কারাগারে ছিল বাংলাদেশের মানুষ : ইকবাল হাসান মাহমুদ টুকু

‘১৬ বছর ধরে কারাগারে ছিল বাংলাদেশের মানুষ। কেউ সত্যিকার কারগারে, কেউ উন্মুক্ত কারাগারে। কারও কথা বলার অধিকার ছিল না। বিচার না পাওয়ার সংস্কৃতি চালু হয়েছিল। এজন্য শেখ হাসিনার সকল অবিচারের বিচার বাংলার মাটিতেই হবে।’ 

মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা লক্ষ-কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। এই লুটের পরিমাণ এত বেশি যে এই টাকায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যায়। তার লুটের এই পুরো টাকা ছিল ঋণ করা। যে ঋণ শত বছর ধরে পরিশোধ করতে হবে বাংলাদেশের মানুষকে।’ 

উপজেলার কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস হাসানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজীজ সরকার। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জনসভায় আরও বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম, এসএম আব্দুল আলীম, নুরুল হুদা জিন্না, আবদুল লতিফ, ছাইদুল ইসলাম, সোহেল মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আবদুল মান্নান মধু, মির্জা আব্দুস সামাদ, জোসনা মণ্ডল, নাজমা খাতুন পান্না, জান্নাতুল ইসলাম পলি, হায়দার আলী, আতিকুর রহমান সোহাগ, তানভীর ইসলাম, জানোয়ার হোসেন, নাজমুল হাসান নাসিম, শামীম আহমেদ, কামাল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা