× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পন্টুনে কাভার্ড ভ্যান আটকে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:০৬ পিএম

পন্টুনে কাভার্ড ভ্যান আটকে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যাওয়ায় ফেরি চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিল। গত শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিঘাট বন্ধ থাকায় অন্যান্য ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এতে বাড়ে ভোগান্তি। 

রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উদ্ধারকাজ শেষে ফেরিঘাট পুনরায় চালু করা হয়। কাভার্ড ভ্যানটি সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ফিরোজ ও তার সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তার সহকারী সামান্য আঘাত পেয়েছেন। 

কাভার্ড ভ্যানের চালক ফিরোজ বলেন, গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। সেটি সামনে এগিয়ে যাওয়ার পর আমি গাড়ি চালাই। কিন্তু হঠাৎ ব্রেক কাজ করে না। ফলে গাড়িটি পন্টুনে আটকে যায়। আমার সহকারী সামান্য আহত হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ঘাটের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল বেলা ১১টার দিকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পন্টুন ও ফেরিঘাটের ক্ষতি এড়াতে আমাদের টিম ধীরস্থিরভাবে কাজ করেছে। ঘাট বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা তাদের ভোগান্তি বাড়িয়েছে। বর্তমানে ফেরিঘাটের কার্যক্রম স্বাভাবিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা