× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীত বাড়িয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ২০ জেলায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩ পিএম

শীত বাড়িয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ২০ জেলায়

পৌষের শীতের মধ্যে দেশের বিভিন্ন স্থানে শনিবার (২১ ডিসেম্বর) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে; যা শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। অনেক স্থানেই আকাশ ছিল মেঘলা, গুমোট। সারা দিনেও সূর্যের দেখা মেলেনি। বয়ে গেছে কনকনে বাতাস। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিম্নচাপের প্রভাবে শনিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের ২০ জেলা ও অঞ্চলে ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবারও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে এর বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে হবে।


বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাগেরহাট প্রতিবেদক জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শীতের মধ্যেও বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শীতের মধ্যে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শীতের তীব্রতা বাড়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর শ্রেণির দুর্ভোগ হচ্ছে বেশি।

বাগেরহাট শহরের রিকশাচালক কালাম শেখ বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবু পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। বৃষ্টির কারণে ঠান্ডা বেশি, তাই রাস্তায় যাত্রীর সংখ্যাও কম। সকাল থেকে যা ইনকাম করেছি তা দিয়ে বাজার খরচ হবে না।

শহরের অটোচালক ছালাম হাওলাদার বলেন, শীতের মধ্যে বৃষ্টিতে বেহাল দশা হয়েছে। রাস্তায় তেমন মানুষজন নেই। সকাল থেকে এখন পর্যন্ত ১০০ টাকাও কামাই করতে পারি নাই। বাগেরহাট প্রধান বাজারের সবজি বিক্রেতা রহিম শেখ বলেন, বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কম, তাই বেচাকেনা একদমই হচ্ছে না। এদিকে এখনও মাঠে মাটা জাতের পাকা ধান রয়েছে কৃষকের। বেশিরভাগ ধান কেটে ঘরে তোলা হয়েছে, ফলে ক্ষতির শঙ্কা করছে না কৃষি বিভাগ। এই বৃষ্টিতে বোরো ধানের বীজতলায় উপকার হবে বলে জানিয়েছেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার। 

তিনি বলেন, বেশিরভাগ কৃষকই তাদের ধান ঘরে তুলে নিয়েছেন। এখনও মাঠে অল্প কিছু কৃষকের ধান রয়েছে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তাতে বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নেই। সামনে বোরো ধানের মৌসুম। কৃষকরা বীজতলা প্রস্তুত করছেন। বৃষ্টি হলে বোরোর বীজতলা ভালো হবে। শীতকালীন সবজি চাষেও এর কোনো প্রভাব পড়বে না।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক জানান, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন। কলাপাড়া উপকূলে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টি ও শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 

মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, মাছ ধরা ট্রলারের বেশিরভাগই সতর্কতার সঙ্গে সাগরে মাছ ধরছে। সিগন্যাল বাড়ার সঙ্গে সঙ্গে কিনারে চলে আসবে।


দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক জানান, দিনাজপুরে অব্যাহতভাবে বেড়েই চলেছে শীতের তীব্রতা। কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এ জেলার মানুষ। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।

শনিবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন জানান, গতকাল সকাল ৬টায় তেঁতুলিয়ায় (পঞ্চগড়) তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪, সৈয়দপুর ১১ দশমিক ২, রংপুর ১৪, রাজারহাট (কুড়িগ্রাম) ১১ দশমিক ৫, ডিমলা (নীলফামারী) ১৩ দশমিক ৪, বদলগাছী (নওগাঁ) ১২, বগুড়া ১৪ দশমিক ৪, যশোর ১৪ দশমিক ২, ঈশ্বরদী (পাবনা) ১৪ দশমিক ২, রাজশাহী ১৩ দশমিক ৬ এবং চুয়াডাঙ্গা ১৬ ডিগ্রি সেলসিয়াস।


রবিবারও ৩ বিভাগে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রবিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনে কুয়াশা পড়তে পারে। আগামীকাল সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তা ছাড়া মঙ্গলবারে খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়বে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা