মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ২০:২৬ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
মাগুরার সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে একজনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বেরেইল পলিতা বাজারের বাস স্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থতিতি নিয়ন্ত্রণে এনেছে।
নিহত শহিদুল ইসলাম বেরইল পলিতা গ্রামের সাবেক ইউপি সদস্য আকবর আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরের দিকে বর্তমান ইউপি সদস্য রাজা গাজী এবং বিএনপির সমর্থক সাবেক ইউপি সদস্য আকবর আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের মধ্যে সদস্য রাজা গাজীর নেতৃত্বে তার সমর্থকরা প্রতিপক্ষ সাবেক মেম্বার আকবর আলীর ছেলে শহিদুল ইসলামকে কুপিয়ে তার পা বিচ্ছিন্ন করে ফেলে। এতে তার মৃত্যু হয়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি যেন অবনতি না হয় সে জন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।