× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র জনতার অভ্যুত্থানে যে পরিবর্তন তা টেকসই হতে হবে : নুর

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫ পিএম

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। প্রবা ফটো

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। প্রবা ফটো

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আজকের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে যারা  দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে আজকে একটা অন্তর্ভুক্তিমূলক জাতীয় অনুষ্ঠান করেছেন। এবার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে সেখানে আমাদের প্রত্যাশা থাকবে যে জনআকাঙ্ক্ষা ধারণ করে ছাত্র জনতা লড়াই করে, সংগ্রাম করে যে পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তন টেকসই এবং স্থায়ী হতে হবে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ চত্বরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, জাতীয় স্মৃতিসৌধে ব্যবসায়ী রাজনীতিবিদ সবাই উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে গত দেড় দশকে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ছিল। সেখানে বিরোধীদল করার কারণে আমাদের ফুল দিতে শ্রদ্ধা নিবেদন করতে হয়রানির শিকার হতে হয়েছে, নাজেহাল হতে হয়েছে। আজকে অনাড়ম্বর পরিবেশে বিভিন্ন দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করতে পারছেন।

গত ১৫ বছরে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন নুরুল হক নুর। 

তিনি বলেন, এই মুহূর্তে আমরা মনে করি গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করা সেটা কিন্তু অতটুকু গত ১৫ বছরে আমরা সেই ভাবে পাইনি। যার ফলে গোটা দেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রত্যাশা নতুন করে বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এটি ধারণ করতে হবে, বাস্তব রূপ দিতে হবে। বিশেষ করে ছাত্র-জনতা, তরুণরা যেভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিয়েছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য আগামীতে  তারা কাজ করবে আমরা সেই প্রত্যাশা করি।

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। আকাঙ্ক্ষা পূরণের জন্য যে যে সংস্কার গুলো প্রয়োজন সে বিষয়ে সরকারকে সহযোগিতা করবেন এবং সরকার সেই লক্ষ্যে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, আপনারা জানেন নির্বাচন এবং সংস্কার নিয়ে বিভিন্ন দলের মতামত আছে। কিন্তু আমার মনে হয়, আমরা যদি আজকের এই দিনে মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ কেন জীবন দিয়েছে? তারা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা ইনক্লুসিভ সমাজ চেয়েছিল। রাজনৈতিক দলগুলো এটির বাস্তবায়ন করেননি নানা কারণে।

তিনি বলেন, আজকে যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করবে। আকাঙ্ক্ষা পূরণের জন্য যে যে সংস্কার গুলো প্রয়োজন সেগুলোর বিষয়ে সরকারকে সহযোগিতা করবেন এবং সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা