× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে বাংলাদেশিকে মারধর করে পুলিশে দিল ভারতীয়রা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৯ পিএম

সীমান্তে বাংলাদেশিকে মারধর করে পুলিশে দিল ভারতীয়রা

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে এক তরুণকে মারধর করে ভারতীয় জনতা দেশটির পুলিশের হাতে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ভুক্তভোগীর পরিবার বলছে, সীমান্তের কাছে জমিতে কাজ করতে গেলে তাকে ধরে নিয়ে মারধর করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ফেনীর মুহাম্মদ ইয়াছিন পরশুরাম উপজেলার বাউরপাথর গ্রামের মুহাম্মদ মিজানের ছেলে। তাকে ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইয়াছিনের বাবা মিজানের দাবি, প্রতিদিনের মতোই বুধবার সকালেও সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি জমিতে কাজ করতে যান ইয়াছিন। একপর্যায়ে ভারতের লোকজন সেখান থেকেই তাকে আটক করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ভারতীয় পুলিশে দেয়। তাই ছেলেকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিলোনিয়া পুলিশের হাতে আটক বাংলাদেশি ইয়াছিন প্রথমে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ত্রিপুরার শান্তির হাট হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন। যেহেতু অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাকে আটক করেছে, সেদেশের আইন অনুয়ায়ী পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।’

জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘অনুপ্রবেশের অভিযোগে ইয়াছিনকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশের হেফাজতে আছেন।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের গুজবে কান না দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা থেকে সবাই বিরত থাকুন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা