× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্রের মুখে ফের দুই কৃষক অপহৃত, গুলিতে আহত ৩

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:২১ পিএম

অস্ত্রের মুখে ফের দুই কৃষক অপহৃত, গুলিতে আহত ৩

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে আবারও দুই কৃষককে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতদল। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে গেলে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করেন স্থানীয়রা।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টা নাগাদ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

অপহৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন (৪৫) ও একই এলাকার মোহাম্মদ জহির (৫০)। ডাকাতদলের গুলিতে আহতরা হলেনÑ কম্বনিয়াপাড়া এলাকার সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও সাকিব (১২)। তাদের চিকিৎসার জন্য উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

আটক অপহরণকারী কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৭)।

ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি দল পাহাড়ে অভিযান চালাচ্ছে। অভিযানে র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছি। 

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৯১ জন স্থানীয় বাসিন্দা, ৫৯ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে ডিসেম্বরের আজ পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা