মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:০১ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:৪৮ পিএম
মো. আমীর আলী তালুকদার।
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও তাকে দল থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল।
বুধবার (৪ ডিসেম্বর) পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রদত্ত বিজ্ঞপ্তির বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দিনেই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকানঘর দলীয় দাপটে দখল করেন। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার এহেন কার্যকলাপের বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত মোতাবেক পরপর তিনটি নোটিস প্রদান করা হয়। নোটিসের সদুত্তোর না দেওয়ায় পরে তাকে দল থেকে বহিষ্কার ও সকল দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে জানতে আমীর আলী তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং তাকে খুদেবার্তা দিলেও তিনি কোনো উত্তর দেননি।