সড়ক দুর্ঘটনা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৪২ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম
দেশের পাঁচ জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও চারজন। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (৪ ডিসেম্বর) বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে আশরাফুল আলম আশিক মুন্সি নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে সদরপুর বাজার এলাকার দর্জি গলির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদ ওরফে ছিতু মুন্সির ছেলে।
সদরপুর থানার ওসি মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে আশিক বাড়ি থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আটরশির দিকে যাচ্ছিল। পথে সদরপুর বাজারের দর্জি গলির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেলে মাহফিল থেকে ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুফতি আব্দুল সামাদ ওসমানী নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাড়াতলী স্টিল ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সামাদ ওসমানী দরিয়াদৌলত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ও মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কিশোরগঞ্জের নিকলীর রুধারপুড্ডার মৃত মো. আবু মিয়ার ছেলে। গতকাল সকালে দরিয়াদৌলত মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরদেহ নিকলীর রুধারপুড্ডায় নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয়রা। বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়ে জানা নেই। বিষয়টি খবর নিয়ে দেখছি।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. সাব্বির নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার সকালে উপজেলার টেংরা জৈনা বাজার সড়কে চায়না কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের সোহেল মিয়ার ছেলে। টেংরা নওয়াব আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়। খবর পেয়ে স্বজনরা সাব্বিরের মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত মো. আদিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায়র বিষয়ে কেউ তথ্য দেয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. জুবায়ের নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুবায়ের কাঞ্চননগর ইউনিয়নের পাল্লানপাড়ার খোরশেদ সওদাগরের ছেলে। সে ফটিকছড়ি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুছা আলম বলেন, সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে রাবারবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় জুবায়ের। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ : ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. জুয়েল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার বিকালে সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেন্নাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকালে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহর থেকে মথুরাপুর যাচ্ছিল জুয়েল ও তার বন্ধু নাজিম হোসেন। ভেন্নাতলা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা সিডি ডিলাক্স নামে একটি বাস তাদের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
[তথ্য সহায়তা : সদরপুর (ফরিদপুর), বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া), শ্রীপুর (গাজীপুর), ঝিনাইদহ, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক]