তালা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৩৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫২ পিএম
সাতক্ষীরার তালায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি ও উন্নয়নকাজ পরিচালনার দাবি জানানো হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেস ক্লাবের সভাপতি এমএ হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, নাগরিক কমিটির সহসভাপতি ডা. জাকির হোসেন, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, তালা উপজেলায় উন্নয়নকাজ পিছিয়ে থাকায় সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত। এখানকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করতে হবে। তারা বলেন, উপজেলা ভূমি অফিস তালায় না থাকায় এলাকার বাসিন্দাদের জমিজমাসংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। তা ছাড়া তালাকে পৌরসভায় উন্নীত করলে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।