রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫১ পিএম
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি কর্মিসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালিসা সোনাপুর এলাকায় কর্মিসভার আয়োজন করে বসন্তপুর ইউনিয়ন বিএনপি। নেতাকর্মীরা মাগরিবের নামাজ পড়তে গেলে হামলাকারীরা সভার মঞ্চে উঠে চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাম্মদ হাসান কাজল অভিযোগ করে বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। আমাদের কার্যক্রমকে ব্যাহত করতেই রায়হানের নেতৃত্বে এই আক্রমণ চালানো হয়েছে।’
অভিযুক্ত রায়হান বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে।’
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।