রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫০ পিএম
রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নিন্মমানের পেঁয়াজ বীজ সরবরাহ করায় বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন চার হাজার কৃষক। কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জবাড়ী জেলা জাতীয় কৃষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্যোতি শংকর ঝন্টু, উপদেষ্টা আ. সালাম মিয়া, রাজবাড়ী শাখার সভাপতি ছলেমান আলী দুলু, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। বক্তারা বলেন, রাজবাড়ী বিএডিসির কাছ থেকে এক কোটি আট লাখ টাকার পেঁয়াজের বীজ কিনে জেলার চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করে জেলা কৃষি বিভাগ। এসব বীজ বপনের পর অঙ্কুরোদগম না হওয়ায় কৃষকের চরম ক্ষতি হয়েছে। এতে কৃষকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বীজের কারণে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৮৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হ্রাস পাবে। সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী তৃতীয় স্থানে। বিএডিসির সরবরাহকৃত নিন্মমানের পেঁয়াজ বীজ বপন করে কৃষকের চরম ক্ষতি হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। মানববন্ধনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ী জেলা পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয়। দেশের উৎপাদিত পেঁয়াজের শতকরা ১৪ ভাগ জোগান দেয় এই জেলা। ২০২৪-২৫ অর্থবছরে এ জেলার ৫ উপজেলায় রবি প্রণোদনা হিসেবে ৪ হাজার কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে বিএডিসির সরবরাহকৃত পেঁয়াজ বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করে কৃষি বিভাগ। বিএডিসিকে বীজ বাবদ ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করে কৃষি বিভাগ। কিন্তু ওই চার হাজার কৃষকের কারও জমিতেই বীজ থেকে চারা গজায়নি। বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ কৃষকরা। এ নিয়ে প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিএডিসির পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বীজ কৃষি বিভাগকে দেওয়া গাফিলতির শামিল। বিষয়টি নিয়ে সভা করা হয়েছে। সভার সিদ্ধান্তে সচিব ও চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হবে। বিএডিসিকে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কৃষকের পাশে দাঁড়াতে।