× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্যজনক আত্মহত্যার ঘটনায় আদালতে মামলা, তদন্তে সিআইডি

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:১৬ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:২৪ পিএম

নিহত আফরিন খাতুন।

নিহত আফরিন খাতুন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামে গত ১০ নভেম্বর আফরিন খাতুন নামের এক গৃহবধূর রহস্যময় আত্মহত্যার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন নিহতের নানি মোছা. নোরেজা বেগম। গত মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। 

বিজ্ঞ আদালত নালিশটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুসহ মামলাটি সিআইডিকে তদন্তের আদেশ দেন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান রোকন বিষয়টির এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মো. মুরাদ হাসানের সঙ্গে আফরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মুরাদ যৌতুকের দাবিতে আফরিনের ওপর অত্যাচার চালান। বিভিন্ন সময় আফরিন তার বাবা-মা থেকে প্রায় দুই লাখ টাকা এনে দেন। কিন্তু আরও যৌতুকের দাবিতে আফরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তার শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার ৯ দিন আগে মুরাদ আফরিনের কাছে ৫০ হাজার টাকা এবং একটা অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন দাবি করেন। এ নিয়ে মুরাদের সঙ্গে আফরিনের ঝগড়া হয় এবং আফরিনকে মারধর করেন মুরাদ। আফরিন ঘটনাটি নানির নিকট এসে বিস্তারিত খুলে বলেন। আফরিনের নানি ঢাকায় গিয়ে তার পিতামাতার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন এনে দেবেন এ আশ্বাসে সেদিন তাকে বুঝিয়ে মুরাদের বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনার দিন গত ১০ নভেম্বর দুপুরে আফরিন মুরাদের মোবাইল থেকে তার নানির মোবাইলে কল দিয়ে টাকা ও মোবাইল ফোনের জন্য তার ওপর শারীরিক নির্যাতনের কথা বর্ণনা করেন। কথা বলার সময় মুরাদ মোবাইল ফোনটি কেড়ে নিয়ে সংযোগ কেটে দেন। কিন্তু সন্ধ্যায় মুরাদ ফোন করে নানি নোরেজা বেগমকে জানান আফরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ খবরে পরদিন ভোরে আফরিনের বাবা-মা-নানি মিঠাপুকুর থানায় এসে দেখেন আফরিনের মরদেহ একটি গাড়িতে শোয়ানো আছে। তখন মরদেহ ঢাকা কাপড় সরিয়ে তারা দেখতে পান আফরিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আফরিনকে হত্যার অভিযোগে মিঠাপুকুর থানায় গেলে তারা অভিযোগ না নিয়ে অপমৃত্যু মামলা করে। পরে বাধ্য হয়ে নানি নোরেজা বেগম রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলা দায়ের করেন। 

বাদী নোরেজা বেগম বলেন, ‘আমরা অসহায় গরিব মানুষ। আফরিনকে ওরা হত্যা করেছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সিআইডি সঠিকভাবে তদন্ত করে হত্যার রহস্য বের করবে এটাই প্রত্যাশা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা