লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:১৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:২৩ পিএম
লালমনিরহাটে সাংবাদিকদের হেনস্থাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রসিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও কয়েক যাত্রী ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে এ বিষয়ে জানতে ১ ডিসেম্বর ঢাকা পোস্টে কর্মরত সাংবাদিক নিয়াজ আহমেদ সিপনসহ তিন সাংবাদিক বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কার্যালয়ে যান। এ সময় ওই কর্মকর্তা সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে বের করে দেন।
অপর দিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে সাময়িক বরখাস্ত ও শোকজ করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিক হেনস্থাকারী তাসরুজ্জামান বাবুর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ফুঁসে ওঠে জেলার সাংবাদিকরা।
সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑ যমুনা টিভির প্রতিনিধি আনিচুর রহমান লাডলা, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, আদিতমারী প্রেস ক্লাব সভাপতি ফরহাদ আলম, কালীগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেস ক্লাব সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি খোরশেদ আলম সাগর, ডেইলি অবজারভারের মাহফুজ সাজু প্রমুখ।