× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ছেলে ভয়ে বাড়িতে আসতে পারে না’

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:২০ পিএম

‘ছেলে ভয়ে বাড়িতে  আসতে পারে না’

‘স্বামীর ভিটাতে সন্তানদের বেআইনিভাবে উচ্ছেদ করতে চায় প্রভাবশালী একটি মহল। বিষয়টি নিয়ে আদালতে মামলা করার পর থেকে ভয়ভীতি দেখাচ্ছে। এরপর থেকে বাড়িতে ফিরতে পারছে না আমার সন্তান। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর রাজেন্দ্রপুর এলাকায় সংবাদ সম্মেলনে এসব বলেন বানেছা খাতুন নামে এক বৃদ্ধা। 

তিনি বলেন, আমি সাবেক মহিলা ইউপি সদস্য ছিলাম। গাজীপুর সদরের শিশিরচালা এলাকায় স্বামীর ভিটায় সন্তানরা বসবাস করে। তবে এলাকায় হারেস আলী ও ইসলাম উদ্দিন ক্ষমতা দেখিয়ে বসতবাড়ি, দোকান ও জমি থেকে বেআইনিভাবে উচ্ছেদের চেষ্টা করে। এ ঘটনায় ছেলে আশাফুল ইসলাম বাদী হয়ে সিনিয়র সহকারী জজ প্রথম আদালতে চিরস্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করে। পরে হারেস আলী ও ইসলাম উদ্দিনসহ তাদের সাঙ্গোপাঙ্গদের নিয়ে ছেলের বসতবাড়ির আশপাশে লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। ছেলে প্রাণভয়ে তার বাড়িতে যেতে আসতে পারছে না। 

বানেছা খাতুন বলেন, ইসলাম উদ্দিন নামধারী বিএনপি ও বহুরূপীলোক। সে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে এলাকার বিভিন্ন ব্যক্তির জমি জবরদখল করাসহ চাঁদাবাজিতে জড়িত ছিল। হারেস আলী আওয়ামী লীগের নেতা। সে ও ইসলাম উদ্দিন তাদের সন্ত্রাসী গ্রুপ নিয়ে আমার পরিবারের জীবননাশের হুমকিসহ বাড়িঘর জবরদখলের পাঁয়তারা করছে। আমি ও আমার পরিবার বাঁচার জন্য সহযোগিতা চাই।

ওহাব আলী নামে ওই এলাকার আরেক বাসিন্দা বলেন, তারা (হারেস আলী ও ইসলাম উদ্দিন) অনেক শক্তিশালী চক্র। এলাকার জমি দখল তাদের কাজ। তাদের গ্রুপ সুযোগ পেলেই দুর্বল মানুষদের বাড়িঘর দখল করে। আমরা তাদের বিচার চাই। 

অভিযোগের বিষয়ে জানতে হারেস আলী ও ইসলাম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা