× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা উঠল ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম

নিষেধাজ্ঞা উঠল ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকরা সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফিরেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা সাজেক পর্যটনকেন্দ্র থেকে খাগড়াছড়ি উদ্দেশে রওনা হন। 

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, গত (মঙ্গলবার) যারা সাজেকে বেড়াতে এসে ফিরতে পারেনিÑ এমন আনুমানিক ৪০০ পর্যটক আজ (বুধবার) দুপুরে সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি রওনা হয়েছেন। প্রশাসন শুধু আজ বুধবারের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল। সাজেকে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। পর্যটকরা কাল (আজ বৃহস্পতিবার) থেকে আগের মতো সাজেকে আসতে পারবেন। 

এদিকে, সাজেক কটেজ মালিক সমিতির ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, রাঙামাটি জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পর্যটকগণ সাজেক ভ্রমণ করতে পারবেন। কোনো প্রকার বিভ্রান্তি না ছড়িয়ে সাজেকের সৌন্দর্য দেখার জন্য সকল গণমাধ্যমকে সুন্দর ও সঠিক তথ্য প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো।

রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, ‘বৃহস্পতিবার (আজ) থেকে আগের মতো সাজেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। শুধু আজ (বুধবার) পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।’

গত মঙ্গলবার পাহাড়ের দুই আঞ্চলিক দলের বন্দুকযুদ্ধের ঘটনায় সাজেক ও পার্শ্ববর্তী পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় গতকাল বুধবার পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা