× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি নেতাদের সড়ক অবরোধ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৩ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম

গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি নেতাদের সড়ক অবরোধ

চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, ওসি প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়া উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখেন তারা। গ্রেপ্তার ছাত্রদলকর্মীর নাম আজিজুল হক সুমন।

এদিকে দুপুর নাগাদ সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এর আগে অবরোধ চলাকালে ছাত্রদল নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে যানবাহন ভাঙচুর করতে দেখা যায়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হালিম বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে উজানীর আলমগীর মেম্বারের ছেলে আজিজুল হক সুমনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। তার কোনো রাজনৈতিক পদবিও নেই। তাকে ছিনিয়ে নিতে ও তার মুক্তি চেয়ে উপজেলা বিএনপির একাংশ বিভিন্নভাবে চেষ্টা চালায়।

এদিকে উপজেলা বিএনপির আরেকাংশ মোশাররফ হোসেনের সমর্থকরা এ ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা বলছেন, বিএনপি ও ছাত্রদল নামধারীরা হরতাল-অবরোধ করতে পারে না। মূলত উজানী গ্রামের শহিদুল্লাহ মেম্বারের ছেলে এনাম হোসেনকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করে সুমন। থানায় মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে অবরোধকারী ছাত্রদল নেতা ইসমাইল হোসেন আবেগ বলেন, কচুয়া থানার ওসি এখনও পক্ষপাতমূলক আচরণ করছেন। ১৭ বছর মামলা-হামলার ভয়ে বিএনপি-ছাত্রদলের সবাই আতঙ্কে ছিল। এখনও আওয়ামী লীগ পরিবারের মামলায় ছাত্রদলের নেতাকে গ্রেপ্তার করেছে। আমরা এহসানুল হক মিলনের হস্তক্ষেপে হরতাল ও অবরোধ কর্মসূচি তুলে নিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা