চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম
চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, ওসি প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়া উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখেন তারা। গ্রেপ্তার ছাত্রদলকর্মীর নাম আজিজুল হক সুমন।
এদিকে দুপুর নাগাদ সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এর আগে অবরোধ চলাকালে ছাত্রদল নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে যানবাহন ভাঙচুর করতে দেখা যায়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হালিম বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে উজানীর আলমগীর মেম্বারের ছেলে আজিজুল হক সুমনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। তার কোনো রাজনৈতিক পদবিও নেই। তাকে ছিনিয়ে নিতে ও তার মুক্তি চেয়ে উপজেলা বিএনপির একাংশ বিভিন্নভাবে চেষ্টা চালায়।
এদিকে উপজেলা বিএনপির আরেকাংশ মোশাররফ হোসেনের সমর্থকরা এ ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা বলছেন, বিএনপি ও ছাত্রদল নামধারীরা হরতাল-অবরোধ করতে পারে না। মূলত উজানী গ্রামের শহিদুল্লাহ মেম্বারের ছেলে এনাম হোসেনকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করে সুমন। থানায় মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে অবরোধকারী ছাত্রদল নেতা ইসমাইল হোসেন আবেগ বলেন, কচুয়া থানার ওসি এখনও পক্ষপাতমূলক আচরণ করছেন। ১৭ বছর মামলা-হামলার ভয়ে বিএনপি-ছাত্রদলের সবাই আতঙ্কে ছিল। এখনও আওয়ামী লীগ পরিবারের মামলায় ছাত্রদলের নেতাকে গ্রেপ্তার করেছে। আমরা এহসানুল হক মিলনের হস্তক্ষেপে হরতাল ও অবরোধ কর্মসূচি তুলে নিয়েছি।