× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের দুই মামলায় ৬ দিনের রিমান্ডে চিন্ময়ের এক ডজন অনুসারী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় ১২ জন আসামির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ১২ আসামি হলেন— জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী।  

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১২ আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে একটি মামলায় ১০ ও আরেকটি মামলায় দুই জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

এর আগে ২ ডিসেম্বর পুলিশের ওপর হামলার মামলায় আট আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা